৯#ঝড়#


জোহরা খাতুন
**************
গগন পাড়ে মেঘ জমেছে
হাওয়া গেছে পড়ে,
থমকে গেছে গাছের পাতা
একটুও না নড়ে।


ঝড় আসার আভাষে
ঈশান কোণে কী ভাসে!


চিল শকুনে ভয় পেয়ে যে
উড়ে দূর আকাশে,
বহুদূর যে'মেঘের উপর
ভেসে থাকে বাতাসে।


দিনের বেলায় সন্ধ্যা নামে
মানুষ লুকায় ঘরের কোণে।


হঠাৎ করে দরাজ জোরে
নেমে এলো ঝড়,
ডাল উড়লো,চাল উড়লো
ভাঙলো বাড়িঘর।


বাঁধ ভাঙলো বানের তোড়ে
বইলো হাওয়া ভীষণ জোরে।


ভেসে গেলো কোলের শিশু
বুক ফাটে যে মায়ের,
তলিয়ে গেলো পালের পশু
নেইকো চিহ্ন গাঁয়ের।


২৬/০১/১৮