২৫♦খাদ্য-ভেজাল♦
*******************
ফল খেলে বল বাড়ে
সর্বজনে বলে,
ফল আমি খাইনা রে ভাই
ফরমালিন দেয় বলে।


মাছ মাংস সব কিছু যে
ফরমালিনে ভরা,
সবজি আর শুটকিও যে
নেই ফরমালিন ছাড়া।


জুস বলো, সস বলো
প্রিজারভেটিব দেওয়া,
এসব ভেবে ওসব কিছু
হয়না তো আর খাওয়া।


প্লাস্টিকের ডিমও শুনি
বাজারেতে আছে,
ভয়ে আমি যাইনা তো
ডিমের ধারে কাছে।


সব খাবারে ভেজাল-মেশা
শুনি যে ভাই নিত্য,
অসুখ হলে রোগ সারাবে
কোন সে ঔষধ-পথ্য।


তোমরা আমায় বল তবে
কি যে আমি খাই,
খাদ্যে এমন ভেজাল হলে
বাঁচার উপায় নাই।


*******************
জোহরা খাতুন
৯/৪/১৮