★★মায়ের ডাক★★


জোহরা খাতুন


বাংলা মায়ে ডাক দিয়েছে
আয় রে তোরা আয়,
তোদের মায়ের সোনার বদন
শত্রু খুবলে খায়।


ছুটে আসে বীর সেনানী
বাংলা মায়ের ডাকে,
আছড়ে পড়ে মায়ের বুকে
রক্ষা করতে তাকে।


রোদে পুড়ে জলে ভিজে
সয় যে কত দুখ,
আহার নিদ্রা ভুলে সবাই
দেখে মায়ের মুখ।


মলিন মুখে দেখতে হাসি
লক্ষ ছেলে তার,
হাসি মুখে জীবন দিল
ত্যাগিল সংসার।


মাকে ওরা ভালবেসে
করলো জীবন দান,
দেশ হল তাই শত্রু মুক্ত
উড়িল নিশান।


ভায়েরা আমার যুদ্ধ করে
রাখলো মায়ের মান,
তাদের ত্যাগেই রক্ষা পেলো
এই দেশের সম্মান।


লক্ষ কোটি ভায়েরা আমার
মায়ের  মাথার তাজ,
রক্তে তাদের ভাসিয়ে দিল
বীরঙ্গনার লাজ।


মায়ের ডাকে সাড়া দিয়ে
করে জীবন দান,
করল প্রমাণ ওরাই যে
মায়ের শ্রেষ্ঠ সন্তান।
********************
৯/৩/১৯