মনেপ্রাণে বাঙালি হওয়া
*********************
জোহরা খাতুন


তোরা যে কী যা-তা  বলিস
খাইনি আমি পান্তা ইলিশ!
তাই বলে কি  বাঙালি নই?
আমিও কিন্তু কাঙালি নই।


ইলিশতো খাই বর্ষা এলে
অন্য সময়  ভরসা পেলে।
ইলিশ আমার খুবই প্রিয়
মায়ের কাছে জেনে নিও।


ইলিশ ভাজা কাল খেয়েছি
পাটশাকেরও ঝোল খেয়েছি।
বোম্বাই মরিচের ঝাল যে কত
না খেলে তা বুঝবে নাতো।


শুটকী মাছের ঝাল ভর্তা
ভালবাসেন ঘরের কর্তা
রান্না হয় বছর জুড়ে
একদিন আর খাব কী রে।


তাই তো আমি বাঙালি রোজ
যদিও কেউ না রাখে খোঁজ।
সারা বছর বাঙালি থাকি
আজকের দিনটি রইলো বাকি।


আজকেও আমি বাঙালি ভাই
বটমূলে যদিও না যাই।
উৎসবের ছলা কলায়
তারুণ্যের বেহায়াপনায়।


নিজেকে তাই আড়াল রাখি
হৃদয় থেকেই বাঙালি থাকি।
সবার জন্য রইলো দোয়া
মন-প্রাণে বাঙালি হওয়া।


১৪ এপ্রিল২০১৮
১ বৈশাখ
১৪২৪