***************
২৬/২/১৮


তোমার যখন ওঠে রাগ
আমায় হাত তোলো,
আমি তোমার ঘরের লক্ষ্মী
সেই কথাটি ভোলো।


আমি যদি রাগি কভু
তোমায় মারতে পারি?
এমনটা কি হয় কখনো
আমি যে হায় নারী।


আমার হাত উঠবে শুধু
করতে তোমায় সেবা,
ইচ্ছে কিবা অনিচ্ছাতে
সন্ধ্যা-নিশি-দিবা।


আমি নারী করতে পারি
তোমায় অমান্য,
মুখ বুজে সব সইতে হবে
হোলেও জঘণ্য।


প্রতিবাদি হলে আমি
দাও অপবাদ,
সকল দোষে দোষি কর
হলেও নিরপরাধ।


শুধু তুমি পুরুষ বলে
খাটাও শত জোর,
নারীও যে মানুষ সেথা
দাও না তো নজর।


বাহিরেতে খাটো তুমি
আমিও যে ঘরে,
ক্লান্তি তোমার একা নয়
আমায়ওতো ধরে।


ছিল যত আপনজন
সকল করে পর,
তোমার সব আপন করি
রচি তোমার ঘর।


স্বজন ভোলার যন্ত্রণা কি
তুমি কভু পাও?
আমার মনের কি বেদনা
সে খবর না নাও।


শুধু তুমি পুরুষ বলে
কর বাহাদুরি
নারী যেদিন বাঁধ সাধবে
বুঝবে ঠেলা তারই।


নারী কেবল নারী নয়
মানুষও তো বটে,
সম্মান যদি কর তারে
তোমারে কে লুটে?
*********************