২২♥পরিচ্ছন্ন শহর গড়ি♥
        *************
        জোহরা খাতুন


রাজধানী ঢাকা শহর
একটু বৃষ্টিতে বিরাট নহর।
কারণ সবাই জানেন নাকি?
আমার কথা মানেন নাকি?


আমারাই এর মূল হোতা
কেন বলি এমন কথা?
শুনুন বলি আজ তবে
নিয়ম মেনে চলতে হবে।


যত্রতত্র দোকানপাট
শহরটা যেন সদরঘাট।
একটুখানি জায়গা পেলে
বসে পড়ি দোকান মেলে।


ডাস্টবিনটা দূরে তাই
ড্রেনে ময়লা ফেলে যাই।
পলিথিনটাও সেখানে ফেলি
কথা কি আর এমনি বলি?


হয় যদি একটু বৃষ্টিপাত
জলে ডোবে পথঘাট।
দোষটা দেই তখন কাকে?
যখন যে সরকারে থাকে।


আরে ভাই, একটু ভাবুন,
আরো একটু সচেতন হোন।
ময়লাগুলো জায়গামত
ফেলুন সবাই  নিয়মমত।


ফেললে  ড্রেনে পলিথিন,
আসলে পরে বর্ষার দিন,
জমবে পানি রাস্তাতে
আমাদেরই হবে পস্তাতে।


আসুন করি  অঙ্গিকার,
আজ থেকে যেন আর,
ফেলবো না ময়লা যত্রতত্র
হবো মোরা সবাই  ভদ্র।


তবে রবে সুন্দর ঢাকা
মিলেমিশে মামা কাকা
আজকে সবাই শপথ করি
পরিচ্ছন্ন শহর গড়ি।


৩১/৩/১৮
শনিবার