******************
আমার ভায়ে জীবন দিল
রাখতে ভাষার মান,
সেই ভাষাতে আমি গো মা
গাই যে কত গান।


এই ভাষাতে কোকিল গাহে
নিত্য কুহুতানে,
এই ভাষাতে বইছে নদী
কলকলানি তানে।


এই ভাষাতে পলাশ শিমুল
ফোটে গাছের শাখে,
এ ভাষাতে পাখ-পাখালি
মনের সুখে ডাকে।


এই ভাষাটি আমার গো মা
রক্ত দিয়ে কেনা,
এই ভাষাতে আমরা সবাই
জগৎ জুড়ে চেনা।


এই ভাষাটি সেরা আমার
বিশ্ব জুড়ে দামি,
এই ভাষাতে চলে যে মা
আমার পাগলামি।


অন্য ভাষায় কথা বলে
ভরে না গো মন,
এই ভাষাতে ব্যক্ত করি
আমার প্রয়োজন।


এই ভাষারি মান রাখতে
দিতে পারি জান,
বাংলা আমার প্রাণের ভাষা
আমার অভিমান।
----------------------