প্রকৃতির সন্তান।
★★★★★★★★★★


আমি নদীর মতন।
কখনো জোয়ারে ডুবি
কখনো ভাটায় হয়ে যাই শুষ্ক।
প্লাবিত করি চরভূমি
সজিব করি বিশ্ব।


আমি বৃক্ষের মতন।
আমি পাতা ঝরিয়ে হই রুক্ষ
আবার পল্লবিত হই, ধারণ করি পুষ্প।


আমিতো নই জর, নইতো খেচর।
নইতো কুকুর বিড়াল।
একই চরিতে রইবো চিরকাল!


আমি মানুষ,
প্রকৃতির সাথে নিজেকে বদলাই।
করি টিকে থাকার লড়াই।
বাঙালির ঘরে জন্মে করি বড়াই।


আমি বাংলাদেশি, আমি বাঙালি
করি গৌরব, করি অহংকার।
বাঙালিত্ব আমার অলংকার।


আমি ফাল্গুন ও ফেব্রুয়ারিতে
ভাই হারানোর দুঃখ ভুলি
সাজিয়ে ফুলের ডালি।


আমি বৈশাখ ও এপ্রিলে
বাঙালি হবার স্বাদ গ্রহণ করি, ইলিশ-পান্তা গিলি।


আমি চৈত্র আর মার্চে
পৌষ আর ডিসেম্বরে
হয়ে যাই পুরো বাংলাদেশি।
আমি বাংলা ভালবাসি।


আমি বীর বাঙালির আত্মজ হবার গৌরবে হই মহিয়ান,
আমি হেরেগলায় তালে বেতালে গাই স্বাধীনতার গান।
***************************


২৭/০৩/১৯