সবুজের আবাদ
      ***************


সময়টা বড় রুক্ষ আর বিষণ্ন এখন।
সবুজে রঙটা যেন ধীরে ধীরে হলুদাভ ধারণ করছে।
পাখিরা গাইছে না ঘুম ভাঙানি গান,
মৌমাছিরা করেছে মৌনতা বরণ।
ফুলেরা নুয়ে পড়েছে, প্রজাপতি ওড়ে না আর এ-ডালে ও-ডালে।
জীবনের নদীটা নিয়েছে মরুর দিকে বাঁক।


খোলা মাঠ প্রান্তর বিদীর্ণতায় করে আহাজারি।
কাদাপানি যতদূর দৃষ্টি যায়...... হাঁটবার পথ নাই।
নির্জনতায় মৌনতায় নিঃসঙ্গতায় একাকার সময়।
ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস যেন!
এমনি স্থিতি অনাদিকাল ধরে।
হঠাৎ যেন কান্ডারিহীন তরীর হাল ধরবার তরে
বিধাতার আশির্বাদ স্বরূপ তুমি এলে।
রাঙিয়ে দিলে সব বিদীর্ণ সময়।
ধীরে ধীরে মৃদুমন্দ সমীরণে প্রজাপতি ওড়ে।এএএ
পাখিরা গায়, ফুলেরাসব আঁখি মেলে তাকায়।
মৌমাছির গুঞ্জরণে মুখরিত চারিধার।
শুধু তুমি এলে বলে আশার স্বপন হয়ে,
জীবনের নদী খু্ঁজে পেলো ঠিকানা।
শুরু হলো সবুজের আবাদ অবাধে।
নির্ভয়ে আমি দিতে পারি পাড়ি
বাকীটুকু পথ নতুন স্বপ্ন বুনে...