প্রিয় মিলনের ক্ষণ এলো যে বহুদিন পর এ ধরায়
সিক্ত হলো তনুমন শ্রাবণ ধারায়।


প্লাবিত হলো শুষ্ক জমিন যা ছিল খরায়,
অঙ্কুরিত হলো পত্র পল্লব পুষ্পে পুষ্পে এ ধরায়।


আঁধার রাতে একফালি চাঁদ আলোয় আলোয় আমায় ভরায়।


সবগুলো সুখ সকল ছেড়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়।


জোনাকিরা কেবল আমার উঠানে আলোক-বিন্দু ছড়ায়।


ভাললাগা সুখ অবগাহনে আমারে যে কেবল হারায়।