স্বাধীনতা কারে কয়!


আমি স্বাধীনতা যুদ্ধ দেখিনি।
দেখেছি মুটে মজুরের জীবন সংগ্রাম।
দিনের আলো ফোটে যাদের  অনাহারে।
আমি বিজয় দেখিনি।
দেখেছি ওদের
দিনের শেষে শ্রান্ত দেহে  ভূখা পেটে ঘুমুতে যাওয়া।


আমি যুদ্ধ দেখিনি।
দেখিনি বীরঙ্গনার কষ্টে ভরা নিদারুণ অত্যাচার।
আমি শুনেছি দ্বিবর্ষী কন্যার সম্ভ্রম হারানোর সংবাদ।
আর পলে পলে জ্বলেছি অন্তর্দহনে।
আমি ঘৃণার সুনামি হয়ে পিষ্ট করেছি, গুঁড়িয়ে ভাসিয়ে দিয়েছি ঐসব  পিতা নামের নপুংসক পুরষদের।


আমি ছেষট্টির ছয়দফা দাবীর আন্দোলন দেখিনি। দেখিনি ঊনসত্তরে গণ অভ্যুত্থান।
আমি দেখেছি চাকুরির বয়স পঁয়ত্রিশের দাবীতে আমার বোনের শৃঙ্খলা রক্ষাকারীর হাতে প্রকাশ্যে লাঞ্ছিত হওয়া। আর প্রচণ্ড ক্ষোভে বিস্ফোরিত হয়েছি।
এ কী আমার স্বাধীন দেশ!!
ধীক্কার! ধীক্কার!
হে ষোলো কোটি সন্তানের স্বাধীন জননী,
তুমি স্বাধীন হয়েও স্বাধীন হতে পারনি।