স্বাধীনতার স্বরূপ
-----+++++--------
স্বাধীনতা আজ
হুমড়ে পড়ে তনু রূপে,  
রূপার বেশে
অন্ধকারে পথের বাঁকে।


স্বাধীনতা  আজ
আজ্ঞাত লাশ,গলির মোড়ে;
সম্ভ্রমহারা গরিব কিশোরীর
বৃদ্ধ পিতার অভিমান ভরা আত্মহনন।


স্বাধীনতা আজ
অাঁধার রাতে ভূমিষ্ঠ হওয়া
গলির মোড়ে পাগলির ঘরে
পিতৃ পরিচয়হীন নবজাত।


স্বাধীনতা আজ
মাতৃসদনের করিডোরে
বিনা চিকিৎসায় ধুকে মরা
প্রসূতি মায়ের আর্তনাদ।


স্বাধীনতা আজ
মজা-পচা ডোবার জলে
ভেসে ওঠা সদ্য গলা
দুর্গন্ধময় সপ্ত-লাশ।


স্বাধীনতা আজ
অবিচার আর ব্যাভিচারে
ভরা খোলাবাজার,
আর সন্ত্রাসীর হাতে
উদ্ধ্যত হাতিয়ার।


স্বাধীনতা আজ
কালো চশমা পরা
ভদ্র লোকের অন্তর্বাসের
সুনিপুণ কারুকাজ।


৯.১২.১৭