কোনো এক রাতে
মানবতা এক্সপ্রেসের সিঁড়ি মাড়িয়ে,
তুমি ছুটে গেলে- স্বর্গের দুয়ারে।
সাধারণ প্রেম আর পরাজয়ের বাকল চিরে
গাং চিলের ডানায়, যে কবিতার জন্ম হলো;
তার সবটুকু নীরবতা, শুষে নিও অবসরে...


এটিও একটি রাত,
জানি কবিতার প্রসব যন্ত্রণা তুমি বুঝবে না।
জানতেও চাইবে না-
কাঁদানো গ্যাস কেনো হেলেনের তরবারি হয়ে,
ট্রয় নগরী ধ্বংস করে...