আমার হাতের তালু এখন বনজ অসুখে ভারাক্রান্ত
এখানে আর এক ফোঁটা সহমর্মিতার অবকাশ নেই
তবু সেদিন
উত্তর কোনার এক রাত পথ
দক্ষিণ পাড়ার দু বিঘে বাগান
গালগল্পের ছলে
ছোট্ট এক গোলাপ চারা
এ ঠোঁটে গুঁজে দিয়ে গেল
আমি নির্বাক , আঘাতপ্রাপ্ত ।


ঘোর সন্ধ্যায় করতল বক্ষে
কোথায় খুঁজে পাই  
এ নিষ্পাপ গোলাপ কন্যার
তরে এক ইঞ্চি জমিন!