এইতো এভাবেই বিবর্ণ হয়ে যায় নদীর পরিচয়
স্রোতহীন আকাশ কেঁদে ফেলে অকারণ
তবু, আমাদের অবকাশ নেই
এই সব অশ্রু পল্লব অথবা
ম্রিয়মাণ চাঁদের অভিযোগ খুলে দেখার
অস্পষ্ট রঙের আগুনে পুড়ে যায় সুশীল কবিতারা  
নিভে যায় সুখ , ভবিতব্য ।  
কাঁচের দেয়াল জুড়ে বেড়ে ওঠে অযত্ন , আর বিবশ দুঃস্বপ্ন ।  
অতঃপর , রাত্রি শেষে
এখানে শুধু গড়ে ওঠে দীর্ঘশ্বাসের পিরামিড ।
নিদ্রা মুখোর যন্ত্রণাময় এক কাঠের শহর।