এই দুঃসময় ঋতুতে ... ঝলসে যাচ্ছি কফিন বন্দী আদরে।
মর্মমূলে বিষাক্ত ভাইরাস কিনছে জমিন ।  
রক্তপ্রবাহে কৃত্রিম আয়ু  
প্রলয়ের জলসায়  ধিকি ধিকি জ্বলছে দীর্ঘশ্বাস ...।


দাড়িয়ে পথের শেষ প্রান্তে
হাতের মুঠোয় জমাট বিষাদের গুড়ো ।
রৌদ্র দহনে পুড়ছে সুখ-চেতন...গলছে মোমের শহর।
উত্তর দিগন্তে মেঘের বন্দর ... হায় !  
পথ ভুলে গেছি ।
ঠিকানার বসতবাড়ি দাবানলে পুড়ে হল  ছাই ।
অসময়ে ভিজে যাচ্ছি  তাই,
অকাল অসুখে !!    


পরিত্যক্ত লাইট হাউসে একা একা দুঃখ যাপন  
ইউনিফর্ম বিহীন পোস্ট ম্যান, নিঃস্ব দুটি হাত !
আলোর ঝলকানি নেই
নেই সোনালী খামের হীরক বার্তা...।    
চারপাশে শুধু অস্থির ধূলর আনাগোনায়
দৃষ্টিভ্রম স্বপ্নবিলাস।