আঁধারের ধৃষ্টতায় আজ দিশেহারা সূর্য-মুখ  
প্রদীপ তলে ফুরিয়ে গেছে দিনের জ্বালানী
চিলেকোঠায় পাটাতন বন্দী,অচেতন সময় ...।  
তবুও কি মূকাভিনয় ব্যস্ত থাকে অমূল্য অসুখ    
নীরবতায় কেটে যায় নীরস প্রহর।  
পথের সঙ্গী রোবট রিলেটিভ,
নেই ফিরে দেখার অযথা রুটিন কারো, ডিজিটাল সভ্যতায়...।  


বুকের ভেতর অঘোরে বেঁহুশ
দারুচিনি-শব্দ।  নারিকেল দ্বীপ।
ঝরে পড়া ম্যানিকুইন প্রলাপে। বোতল বন্দী-রাত্রি নির্যাস  ।
রুক্ষতায় চলে উর্বর ভ্রমণ।
লাঙলের ঠোঁটে, কামনার বীজ ।  
প্রাণহীন জড়তায় কাঁদে বৈশাখী সঙ্কোচ ।  
আর চিবুকের জলে ভেসে  যায় স্বপ্ন বাকল ।
অতঃপর সব ভুলে  ডুবে যাই
সূর্যগ্রহণের  নিঃশব্দ দহনে ।