এক হ্রদ শীতল জলে ডুবে গেছে আঁখি যুগল।
তবুও স্পষ্ট দেখতে পারছি  
কি ভাবে নীলাভ বুদবুদে মিশে যায় ঘর্মাক্ত নিঃশ্বাস ।
কতিপয় সূক্ষ্ম জলকণা    
কি ভাবে  ভেদ  করে হিম পাপড়ি
অনুভবের দরোজায় প্রাত্যহিক জলযান
পাটাতন ফেলে
আঁকে সেই পরোক্ষ উপলব্ধির নির্ভুল ম্যাপ...।  
প্রকম্পিত ঢেউ কণিকা জ্বলছে মিটি মিটি      
শ্রূয়মাণ ভ্রম আঁচর কাটে ঠোঁটে ।
চিবুকের দ্বীপে আছড়ে পড়া স্টারফিস কম্পনে
দূরবর্তী আকাশ অবিরত মাপে
স্বর্গ জেটি কত দূর,  কত নটিক্যাল !  
বৃষ্টিবন্ধনে খসে পরে আনার দানা  
অগ্নিপ্রভ ক্রোধানল
অরুণাভা আবেশে নিভে জায়  
সময়-ফলকের শানিত রহস্যে
তবুও...বাতাস বয়ে আনে যষ্টিমধু সুখ  
তবুও...স্বপ্ন-আদ্রতায় ভিজে যায় জিভ
হেসে ওঠে চকমকি অশ্রুত ।  
অতঃপর ,তুষার ধোয়া ঝাপসা গগলসে
সামুদ্রিক সূর্য গলে পরলে মনে হয়...
এই বুঝি প্রাণ ফিরে পেল কৃশানু- তাপ, গ্রানাইট জীবন।