পৃথুল পৃথিবী
তানি হক


এই যে ফোঁটা ফোঁটা অশ্রুর প্রস্রবণ
এর প্রতিটি অণুকণার ব্যাকরণ তুমি জানো  
পার্থিব মেঘপুঞ্জের আবাস্থলে
কতটা খরায় পুড়ছে শহর
তার কতটা একর জুড়ে প্রবল সংকীর্ণতা
অনুগত আমিত্বের দৃষ্টান্ত রূপাবলী  
এ সবকিছুরই পুঙ্খানুপুঙ্খ ফলাফল
রচিত হয়ে আছে তোমার আরশে আজিমে ।
হৃদয়ের বিয়োগাত্মক নিবাসন
বুভুক্ষু শূন্যতায় কাঁদছে অবিরাম
অথবা জল ফোয়ারায় উপচে পড়ছে প্রশস্ত হাসি  
এইসব কিছুর পূর্ণতা দানকারী তুমি  
তুমি দৃশের পরিজ্ঞাতা অতীব মহিমান্বিত ।  
আমার দুর্বলতার পাহাড়
আমার সবলতার কলোরাডো নদী  
কেমনে চলছে এঁকে বেঁকে ।
শুধু তুমিই জানো জীবন জ্যামিতিক ম্যাপ
গোলোক ধাঁধা, পেত্রা নগরী ।
তাই  তোমার কাছেই সকল চাওয়ার মফস্বল, ধ্যানের ঐকাগ্র্য
আমার পূর্ণতার পৃথুল পৃথিবী ।