এই যে অস্থিরতা
এর যেন কোন হ্রাস-প্রবণতা নেই
ক্যালিফোর্নিয়ার আকাশটা যেমন বেরসিক  
পাইন পাতায় অপসৃত কিশোরী বাতাস
যেমন চঞ্চলে বিনুনি দোলায় ।  
তার চেয়েও অতীব খামখেয়ালীময়
বিচরণ এ হৃদমহাজনের ।
এখন দর্শনমুখোর তরুণ বিকেল  
অথচ কাঠফাটা নিশ্বাস ঠোঁটে হুমড়ি খেলো !
তুমিই বলো  ! একি খুব বেশি  আবেগীয় ধূম্রতা নয় ?
তোমার চোখে পাহুন মাখা হাসি
এর কেন্দ্রস্থলেই যে আমার উদ্বেগের ঘন ধোঁয়া জমে আছে ।
সেখানেই যত পার্থিব ভ্রূ সংকোচন, উদ্যত অক্ষেমার ধ্যানযুগ ।
ওই চোখের কোনে শুষ্ক হাস্যরস গড়াচ্ছে
সেইসব বেখেয়ালি মর্মরতার পদধ্বনি গুনতে জানি
তুমি কি অবগত নও!
আমি আর এই অস্থিরতা, মর্মাহত এক প্রেইরি পেড়িয়ে
তোমার অবধি পৌছুতে পারি !