শীতের উষ্ণায়ন শেষে উড়ে আসা নীলকণ্ঠ মেঘ আমি
শিকারী ভালুকের থাবায় আঁকি গৃহস্থের বয়ান।
ঘুম ঘোরে সবাই যখন সঙ্গীত মুখোর,
বিবিধ বর্ণনায় ঠোঁট হতে খুলে রাখি তখন
আমার যত বিসংবাদী সংলাপ।


-সংলাপ-


গতকাল রাতে একদল শকুন মারা গিয়েছে । ছোট্ট একটা বাছুর ভক্ষণ শেষে, পৈশাচিক উল্লাসে যখন ওরা আকাশে ডানা মেলছিল,ঠিক তখনি মেঘের ভেতরের বিদ্যুৎ তরঙ্গ প্রচণ্ড শক্তি দিয়ে ওদের পুড়িয়ে ছাই করে দিল । ব্রেকিং নিউজ টা তখনো নেটওয়ার্ক ছোঁয়নি, তবে ভস্মীভূত হবার দৃশ্যটা, হৃদয় বরাবর 3D রশ্মিতে ক্ষিপ্র গতিতে রিপ্লে হচ্ছিলো ।


- শকুন -


আজ নয়ন শূন্য হয়েছে , কাল হৃদয় পোষ মানবে । অবুঝ জমিদারী পালোয়ান খাজনার বৃত্ত বুনে বুনে বেহুশ হলে কি আসে যায় ! আমি দরিদ্র প্রেমী , সমুদ্র আমার দরপত্র জানে ।


-দরপত্র -