রৌদ্র শালিক উড়ে এলো
জানালার কাঁচে গড়িয়ে পড়ছে ঘুম
বিদেহী রাত্রি অবশেষে সাঁতরে উঠে এসেছে ডাঙ্গায়
আমি ভাবছি , শুধু ভেবেই যাচ্ছি ...।
সুস্থতার মোরব্বায় জমাট হয়েছে চিনি
লবঙ্গ লবঙ্গ স্বাদে আলোকিত বিছানা
আহ ! আমার কোনও দুঃখ নেই...।  
যুদ্ধ পরায়ণ গোত্র এগিয়ে আসছে চুপি লয়ে
এই অভ্যন্তরে রয়েছে অলৌকিক শক্তির আয়না  
অন্তরিন্দ্রিয়ে স্থিরতার কলপ ।
নাহ ! ভয় নেই , দুঃখ ও নেই কোনও
যদি ভেঙ্গেও যাই হুড়মুড়
তবে স্বীকার করছি বিগত জীবনে
সূর্যের বিমর্ষতায় ফণা তুলেছিল মেঘ
আকস্মিক অগ্নিকান্ডে লুপ্ত হয়েছিলো চোখের আশেক  
কিন্তু আজ, অখিল প্রহরে মাথা তুলেছি  
ভেঙ্গেছি দুরধিগম্য কষ্টের বিষদাঁত ।
দুমড়ে মুচরে ফেলেছি ন্যাতানো অভিশাপ
মুণ্ডু হীন ভয় উবে গেছে ।
শুধু রয়েছে বোমারু হৃদয় , তপ্ত বল্লম
তাই এ বুকে নেই আর কোন দুঃখ , অথবা দুঃখের ভ্রূণ ।