তবে কি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সব ঘুমের দুয়ার
অথবা ফুরিয়ে যাচ্ছে আমাদের কথার মেয়াদ
নাকি ছিলে ছিলে যাচ্ছে পাথরের মুখ
শরীর হতে খসে পড়ছে সুতীব্র তামাক তাপ ।
অতঃপর অদৃশ্য সে ঝাড়বাতি প্রকাশ করছে
রোমহর্ষ, অসতর্ক সে ওয়াদার ঘ্রাণ
আর ধীরে ধীরে উন্মোচিত হয়েই যাচ্ছে
অনুবিদ্ধ কান্নার শামিয়ানা ।
-মেয়াদ-



বুকের ভেতর রক্তক্ষরণ হলে কে না দুর্বল হয় ?
আমিও দুর্বল হয়ে গেছি ভীষণ
কথা বলার শব্দ হারিয়েছি
তাকাবার শক্তি নেই, কান্নার শক্তি নেই ,
ভালোবাসার ও শক্তি নেই ।
গুরুতর ভাবে আহত হবার পর
এ মুখের হাসি আবার ও পুনর্নির্মিত হবে
এমন অতিমানবীও জীবন নিয়ে জন্মাইনি।
শুধু তুমি যদি একটু রক্ত দাও
তবেই হয়ত নতুন করে বেঁচে ওঠার
ক্ষমতা অর্জন করবে সঙ্কটাপন্ন এ হৃদয় ।
- রক্তক্ষরণ -


দৃঢ় ভাবে বলতে পারি , ঘুম থেকে আর বেশি দূরে নয় সবুজ পতঙ্গরা । এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি , চৈত্রের দহন সব একত্রিত করেছি । এই মৌসুমেই মিটিয়ে ফেলবো দুই জীবনের ঋণ ।


-ঋণ-