-ব্যবধান-


ক্রমশ দুর্বোধ্য হয়ে উঠছে মরুভূমি
গাছেদের নিঃশ্বাসে কুণ্ঠিত জড়তা
এর মধ্যেই যাপিত শল্য সংসার,
নিভু নিভু জোনাকির আলোর মতো
এ বুকে টের পাচ্ছি সূক্ষ্ম পাথর পতনের ঢেউ।
ক্রমশ ধাবিত হচ্ছি দুরারোগ্য সমুদ্রের দিকে
নাকি আক্রান্ত পাখী-দ্বয়
খনিজ বন্দী কষ্টতায়,
আজ থেকে কিছু ছায়াপথ আগে
যে বলয়ে সমর্পিত ছিলাম দুজন শব্দ, প্রতিশব্দে
সে আকর্ষণ শক্তিই কি ছিটকে দিল আমাদের
সহস্র শতাব্দীর ব্যবধানে!


-অনুভূতি-


চোখের জলে যখন
চিবুক জলাভূমি হয়ে ওঠে
তখন উপলব্ধি করতে পারি
কতটা কষ্টে তুমি
এ সমুদ্র উপহার দিয়ে ছিলে।


যখন শূন্যতার ঝর্ণা
তোমার বুক ভিজিয়ে দেবে
তখন হিসেব মিলিয়ে নিও
অনুদিত পানশালায় সেদিন
কেন বর্বরের মত আমি
আকাশ টাকেই সুপ্রিয় খেতাব দিয়েছিলাম।