আজ তো তুফান উঠবেই
ঘোর আর্কাইভ থেকে হেঁটে আসা বৈরি ঋতু
উড়িয়ে এনেছে যে গোলপাতা সৃজন
নিঃসন্দেহে তা প্রেমপত্রের সুবাস ডেকে আনবে না
তাই অনিবার্য কারণ বশতই আমি
ব্যাকুল আক্রোশে কাঁপতে থাকি।
ঘরের দেয়ালের সূক্ষ্ম মাকড়সা চিত্রক
অথবা নির্মক্ষিক প্রলাপ বিন্যাস।
সব কিছুই মাত্রাধিক স্রোতল হয়ে বাঁক নিলো
আর মালভূমির দোরগোড়ায় অগ্নিমুখী ক্রোধ সাগরের
অবরুদ্ধ দ্বীপ হয়ে আছ তুমি!
তাই বলি...
আজ এই স্বেচ্ছাচারী আবেগ যদি বুনো বাতাসের কষ
তোমার চুলে মাখিয়ে দেয়।
তবে হায় !না জানি আবহাওয়া দফতরে কত সঙ্কেত বেজে ওঠে!