অবিশ্বাস্য ভাবে আমায় পাহারা দিচ্ছ জন্ম হতে
সাগরের কত ঢেউ জমাট হল
আকাশের কত মেঘ পাথর হল
তবুও স্থির রইলে ।
শুধু একবার চিৎকার করে কেঁদেছিলাম
আর সে অনুবেদনায় দুটি পায়রাও শপথ করে বসল
আমায় ছেড়ে কোথাও যাবে না ওরা
তবে তখনো বুঝতে শিখিনি
পায়রাদ্বয় এর পাখার মালিক যে তুমি
যেমন মালিক ছিলে আমার শতবর্ষী আত্মার
প্রাণবন্ততার বিপরীতে অন্ধকার ছিল
ঝুরঝুরে অব্ধজ কষ্টের গুড়ো বালিতে আচ্ছাদিত মুখ
হ্যাঁ, তুমিই যে ভেঙে ছিলে সেই সাদাকালো ঘুম
আর তখন থেকেই জানলাম
নদীর জন্য সব সময় ভাটির টানই স্বাস্থ্যকর
যখন হরিণ যুগল ফিরে এলো পাতার ডেরায়
ওদের অগ্রগামী খুড়ের তলায় চন্দনের ঘ্রাণ লেগেছিল
অথচ ওরা যে স্বর্ণ পাহাড়ের খোঁজে ঘর বিবাগী হয়েছিল
সেটা কে না জানে!
যেমন আমার আত্মা জানে  
খুব গাঢ় , খুব গভীর
এমন এক হৃদয় আছে বুকের মাঝে
যার এক অধিপতি তুমি
আর সেখানে কোন পায়রা বা হরিণ নয়
শুধু তোমার আধিপত্যই চলে ।


অধিপতি/ প্রভু