মা বলে,
গেছো মেয়ে,দালান ঘরের সম্বন্ধ ভাঙ্গিস না
আমি বলি,
মাগো !
আমি নদীর ঘাটের পরজীবী
নারকেল গাছের পুরাতন সই
ইটের সংসার, চুনের পিরামিড
যৌতুক নেব,
আমিতো চড়ুই পাখী নই
আমিতো চড়ুই পাখী নই ।।
-দালান ঘর -


ওগো টিয়া পাখী,
আজ উলটে দিলাম মায়ার নাক-ফুল।
শিখিয়ে ছিলে নিস্তব্ধতার হলুদ নিদ্রা
চিনিয়ে ছিলে দুঃখ দ্রোণীর জটিল নকশা
লুণ্ঠনের পরে,
এ ঠোঁট এখন মধ্যবিত্ত ।
তোমার আগমনের সমূহ সর্বনাশে
রাজ্য ভর্তি ঘুম ঘুম মায়া,
পাথর পাথর ফুল, অবিমিশ্র প্রাণ ।
স্পর্শ করে দেখো !
চুলের পরতে পরতে, বেড়ে উঠছে নিভৃতে
অপরিমেয় যন্ত্রণার
কুয়াশা হাত!
-টিয়া পাখী-


(প্রিয় বন্ধুদের কাছে আন্তরিক ভাবে  ক্ষমা প্রার্থী   অনেকদিন ধরে আসরে নিয়মিত হতে পারছিনা ।  বন্ধুদের আঙিনায় উঁকি দিতে পারছিনা । আমার প্রিয় শ্রদ্ধেয় বন্ধুদের জানাই আমার আন্তরিক মোবারকবাদ ,  শুভেচ্ছা ও নতুন বছরের শুভকামনা , আমার   কবিতায় আপনাদের মূল্যবান মতামত এর জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা )