আজ মুছে দিলাম
তোমার চিবুকের অদৃশ্য যত কান্নার দাগ
রৌদ্রের বালুকণায় লুকিয়ে রেখেছিলাম যে
অন্তঃসলিলার সুতীব্র নিশ্বাস
তাকিয়ে দেখো, সেই অনুজ্জ্বল তারা উড়ে এলো
পশ্চিম দরজায়
আমি গুছিয়ে রেখেছি প্রতিটি হাসির কারুকাজ
আর এই যে সোনালি এক ফালি আকাশ
নৈবেদ্যের হস্তরেখা, অস্থিরতার পালক
আজ ওরা সিন্দুক বিমুক্ত।
চল তাই, মানচিত্র হতে মুছে ফেলি
আমাদের এই দুর্গম মরুভূমির সহস্র পদছাপ।