সেই সব স্বপ্নরা , যারা পুষ্পিত হবার আগেই ধাবিত হয় সমুদ্র তটে
ছটফটে , খুব  চঞ্চল
এমন সব রক্তচুনীফলের মতো নিষ্পাপ  মাথা নাড়ে  , যদি ডাক দেই।
ওদের জন্য খুব কষ্ট হয় ,ভীষণ ব্যথার দূরদর্শী ঢেউয়ের বৃত্ত কাটি  
এ বড় অন্যায় ,
সেটে দেয়া নিষেধ পোষ্টার , ব্যথাদাগ ভরা রঙিন দেয়াল তোলা আকাশীর নামে
এ প্রহসন , নিষেধ  বারণ ।
সইতে পারিনা  অলীকস্রোতা নদীর এমন মরণ
ভাবি, কত শত ক্যালেন্ডারে পড়েছে দাগ দুঃক্ষবারে  
সেইসব মায়া পোনাদের ভিড়ে খুঁজে কি নেবে
কোন একদিন
স্বাধীন  সাহস নামের আমার অংশত  শাবকেরা ।