আজ আমার বিয়ে
চারিদিকে সাজসজ্জা রূপ
বাবা-মার খুশিতে ভরা বুক
বর তাদের মনের মত
ও বাবা আমার দাম কত
আমার কি নাই কোন কদর
তোমরা কেউ নিলে কি
আমার মনের খবর
আমি কি তোমাদের উপর বোঝা
শুনলে না আমার কোন কথা
কেন দিলে আমায় এমন সাজা
জোর করে দিচ্ছ বিয়ে
সব সাজা নিচ্ছি মেনে
নাড়ী আমার জাত
এটাই যে আমার মূল অপরাধ
বর কে আমার লাগে নি মনে
এ কথা যদি সমাজ জানে
বাবা তোমার মান যাবে
তাই করিব আমার নীরব কান্না
অচিরেই সারা জন্ম ধরে
বাবা দিও না নিজেকে অপবাদ
ওই যে
নারী হওয়াই আমার মূল অপরাধ
আজ আমার নাহি কোন বাক
নাহি কোন ভীতি
আজ আমার বিয়ে
এতেই সকল নারীর ইতি