লাল ফুলে শিমুল ডালে
বাতাসের তালে তালে,
মনে আসে ভাবনার ঝড়
পাতার আওয়াজ মর-মর-মর ৷


আসে পাখি বসে ডালে
কোকিল ডাকে কুহু তালে,
হাওয়ার নাচনে লালচে ফুল
হেলে দোলে তুল-তুল-তুল ৷


শিশু বসে গাছের তলে
ছলা কলা কবিতার কৌশলে,
ডাকিয়া বলে,হে প্রাণ কোকিল,
গাছের ডালে হাটিয়া নিরিবিল;
দাও হে কিছু ফুল মোরে
বলছি তোমায় জোর করে ৷


কোকিলের ডাকে,বাতাসের ঝাকে
ঝরিলো পুষ্প,পড়িলো সাথে সাথে
খুশি মনে শিশু,চায় না আর কিছু;
সারাদিন ফুলের পিছু পিছু ৷
কুড়িয়ে নিলো শত ফুলের কলি
সন্ধ্যা কালে আপন মনে বাড়ি গেল চলি ৷