কবিতা এবং  তুমি
সায়েদুল আরেফিন খান রামীম


এই কবিতা আমার না রে এই কবিতা তার
যার কারনে হল শুন্য আমার এই সংসার
কখনো বুঝিনি সে যে হীরার চেয়ে দামী
তাঁকে নিয়ে কত স্বপ্ন , দেখেছি শুধু আমি
সে যে আমার বনলতা সেন , বউ ঠাকুরানীর হাট
সে যে আমার ভালোবাসার , নকশী কাথার মাঠ
সে যে আমার বকুল ফুলের সুবাস ছড়ানো মালা
সে আমার কৃষকের মুখে জারি গানের পালা ।
সে যে আমার বৈশাখী দিনে চারদিক থাকা স্তব্দ
সে যে আমার ৭১ আর গুলি ছোঁড়ার শব্দ ।
এত ভালবাসতাম যারে সে গেলো মোরে ছাড়ি ,
ফুটন্ত একটা গোলাপ ফুলকে গলা টিপে গেলো মারি ।
যার তরে এই কবিতা আমার তারে ভাসিতাম বড় ভালো
আমার ঘর ছাড়িয়া সে অন্যের ঘর করে আলো ।
হায়রে মেয়ে আমারে তুই কেমনে গেলি ভুলে,
আমার কথা কি ভুল করে পরেনা তোর মনে ,
কোথায় পাবে ভালবাসা ,হবে পূরণ সকল আশা ,
কোথায় পাবে মধুর হাসি বলে শুধু ভালোবাসি ।
কোথায় পাবে এই আমারে কোথায় যাবে তুমি ,
আজ যে আমি হারিয়ে গেছি সুখের তরী ছাড়ি ।
আমার মনে ছিল আশা , তোমাকে নিয়ে বাধব বাসা
কোথায় তুমি হারিয়ে গেছ , কোথায় পড়ে আমি,
চারদিকে আজ এত আলো , অন্ধকারে আমি । । ।
( উৎসর্গ –ডা উম্মে তারতিলা খান রাসনা, ফরিদপুর মেডিকেল কলেজ । )