কবিতায় মেয়ের নাম ব্যবহার মানে কি , মেয়েটা কবির প্রিয় মানুষ বা প্রেমিকা ? আমার কাছে মনে হয় , কবিতা নায়িকা কবির মনের কল্পিত চরিত্র । মাঝে মাঝে একটু একটু লেখার অভ্যাস সবার থাকে , কেউ লিখতে পারে কেউ বা লেখার চেষ্টা করে, আর কেউ কবিতা বা কিছু লেখার চেষ্টা করে না। কবিতার নায়িকা যদি কবির প্রেমিকা হয়ে থাকে তাহলে আমার মনে হয় কবির প্রেম শেষ হওয়ার সাথে সাথে কবিতার মৃত্যু হবে । কিন্তু কবিতা বা কবিতার নায়িকারা বেচে থাকে আজীবন ।  অনেকেই আবার বলেন , কবির প্রেমিকা , বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে কবিতায় আসে । কিন্তু তা যদি হয় তবে
"বরুনা আর নীলা দুজন কি এক ছিল?"