কোনোদিন কি গিয়েছো ঘরের বাইরে?
দু পায়ে হেঁটে নিজে নিজেরে।
হয়তো যাওনি
তবে তুমি জীবনের মানে বুঝোনি।
কখনো কি  হেটেছো ,
শিশিরে ভেজা নরম ঘাসের উপরে?
কখনো কি বুনো ফুল তুলেছো
শাড়ির আচল ভরে‌?
কখনো কি ইচ্ছা হয়নি ডানা মেলে উড়ার,
সবুজ মাঠ আর বাকা নদী দেখার?
কখনো কি ইচ্ছা হয়নি প্রজাতির রং মাখবার,
ঝড়ো বাতাসে উড়ন্ত পালক ধরার?
একবার বেরিয়ে পড়ো ইট পাথরের দালান ছেড়ে
আখিজুড়ে দেখো জগতটারে
তবেই বুঝবে বেচে থাকার মানেটারে।