আবার দেখা হবে....
রৌদ্রোজ্জ্বল শান্ত কিন্ত উত্তপ্ত লোহিত দুপুরে,
সূর্য তখন ঠিক মাথার উপরে।
আপাদমস্তক দেহ কান্না করবে তৎক্ষনাৎ,
তুমি ভাববে প্রচণ্ড গরমে ঘামতেছি...


উপন্যাসের শেষ পৃষ্টা পড়ে ফেললেই
গল্প শেষ হয়ে যায় না,
লেখকের উপন্যাস সমাপ্তির পরও থেকে যায় উপন্যাসে ফুটিয়ে তোলতে না পারা কাহিনী;
যা লেখককে তাড়না দেয় বেঁচে থাকার।