নির্জন রাস্তা দ্বিধাগ্রস্ত মনন,
রাতের আঁধারে কান্নাকাটি যেমন-তেমন।
হারিয়ে ফেলার ভয়ে আক্রান্ত যে ব্যক্তি,
সে নিশ্চয়ই বেঁচে থাকার জন্য বিশাল আয়োজন করবে না।
সে করবে, সে আয়োজন করবে।
তবে সেটা বেঁচে থাকার নয়,
করবে হয়তো মৃত্যুপুরী র কল্পনায়  জমানো কষ্টের চাদর বিছানো র আয়োজন।
প্রেমের আয়োজনের ন্যায় বিরহের আয়োজন কেউ ঘটা করে করতে পারে না।
বিরহে উদ্‌যাপন করতে হয় রাতের অন্ধকারে, অনিকেত।
প্রেমের প্রস্তাবে ফুল লাগে,বলতে পারবে কেউ বিরহে কি লাগে?
বিরহের মধ্যে বিরহীর বিরহ ই যথেষ্ট,
কোনো বাহ্যিক বস্তুর আদতে বিরহ হয় না।
বিরহের উদ্ভব মনের গভীরে জমে থাকা অভিযোগ আর অভিমানের ছলনায়।
বাস্তব থেকে দূরে গিয়ে বিরহ কে কাটিয়ে ওঠা যায়।
বাস্তব থেকে দূরে গিয়ে ভালবাসা যায়।
৫২ তে যদি ভাষা আন্দোলন না হতো হয়ত আমাদের উর্দু তে কথা বলতে হতো।
তবে তখনো কিন্তু মনে মনে ঠিক বাংলা বলতাম; কোনো হিটলারের সাধ্য নেই কল্পনায় বাধ দেয়,
ওইভাবে ও কল্পনায় বাঁচার আকুতি আর্ত চিৎকারে চিরন্তন ধ্বনিত হবে আমার ভালবাসা।