আমার জন্ম দিন কেবল একখানা
তবে মরতে হয় প্রতিদিন।
হাজারো লোকের ভীরে,
কিংবা স্বপ্ন দেখার ওপারে।।
জন্ম দিন কেন আসে? আর কেন পালন করে লোকে?
বাঁচার জন্য একটা দিন কেউ কি রেখেছে এই ভবে !
তবু নিশ্বাস প্রবাহ মান, একদিন থেমে যাবে ,হ্যাঁ ,একদিন থামতে ই হবে থাকে।
মনের ভেতর লাখো স্বপ্ন শীতের চাদর মুরী দিয়ে থাকে ।
কিছু স্বপ্ন উঁকি দেয় বাঁচার ইচ্ছে বাড়িয়ে দিতে...
আবার সে হারায় ,
পালিয়ে যায় ,
খুঁজতে হয় বাঁচার ইচ্ছেটাকে।
সবকিছুর পরে মানুষ বাঁচার জন্য বাঁচে।
স্বপ্ন দেখে আর ভাঙে আবার দেখে...............
আহা জীবন বলে থাকে।