চাকরি জীবনে এসে উপলব্ধি করলাম পৃথিবীটা মিথ্যের অধীন;
যে যত বেশি মিথ্যা বলতে পারে সে তত বেশি সফল।
মিথ্যাচার নিজেকে সুরক্ষা দেয়,
নিজেকে অবমুক্ত করতে পারে আপাত না হওয়া বিপদ থেকে।


কিন্ত নিজেকে সংযুক্ত করে এক অস্থিতিশীল পরিস্থিতিতে যা কোন মানবিক মানুষ কামনা করে না....
মিথ্যের স্তম্ভে দাঁড়িয়ে সে নর হাসে খিলখিল হাসি
হাসির আড়ালে লুকিয়ে থাকা নিজেকে হরনকারী সে নিজের সর্বনাশী......
তোমার গায়ের হাওয়ায় হাওয়ায় করেছি যে দুঃখ রাতের স্নান,
স্বপ্ন নিয়ে ঘুরে বেড়াই,
মনের উত্তেজনা নিয়ে পাপের ছায়া মাড়াই
বাস্তবে নিস্পেশে আজ হারাই হারাই হারাই
আমায় খোঁজার কেউ নাই।


তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দুঃখ রাতের স্নান
আমার নিজেকে হারানোর গান,
আমার বাঁধন ছেড়া প্রান,
ওরে বেঁচে থাকার গান।
লড়াই লড়াই,যুদ্ধে হারিয়ে ফেলা মান
মনের দাওয়ায় দাওয়ায় আজ হারিয়ে যাওয়ার গান.....