নিপীড়িত নিশীথে নীরবতা নাচে,
নিষ্প্রভ নক্ষত্রের নৈরাজ্য আঁচে।
নিস্তরঙ্গ নদীর নন্দন রূপে,
নিবিড় নিমেষে নূপুর বাজে।
গহন গিরিগুহা গুঞ্জরিয়া কয়,
গূঢ় গাঁথায় গভীর ব্যথা রয়।
গম্ভীর গর্জনে গগন বিদীর্ণ,
গলিত গাথায় গোধূলি ক্ষয়।
শিউলি শিহরিত শীতল শিরায়,
শব্দের শিরস্ত্রাণ শূন্যতায় হারায়।
শব্দবাহারায় শোভিত সে নীতি,
শাশ্বত শূন্যে সে নিঃশেষ হয়।