গাছের আড়াল হতে কল্পনায় স্থিত রমনি অবাক নয়নে তাকিয়ে দেখছে যেমনটা তুমি -ভালবেসে দেখতে আমায় মুগ্ধতা ঘেরাটোপে।
যে দেখছে সে তো তুমি নও,প্রাক্তন হয়েছো আজ।প্রাক্তন হয়ে গেছো কিন্ত অতীত করতে পারি নি।তুমি আমার ঐতিহ্য,আমার সংহতি,আমার বেঁচে থাকা, আমার পরিনতি।।
সহসা আমি বাইসাইকেল চালিয়ে পালিয়ে এসেছি জীবনের উঁচু-নিচু পথ,হুঁচট খেয়েছি অসংখ্যবার ।এখন আর কোন বাস্তব আমাকে বলে না ''একটা নীল পাঞ্জাবী কতদিন ধরে পরতে হয়? আজ কেই ধুয়ে দিবা"
আমি জানি তুমি প্রাক্তন, কিন্ত মানি না।
তুমি আমার কাছে প্রাক্তন হলেও চিরন্তন।
তোমার ভালবাসা উপমাহীন তাই সনাতন।
তোমায় স্পর্শ করে না হউক,অনুভব করে ভালো থাকতে চাই।
তোমাকে দৃষ্টি আকর্ষণ করে না হউক,সৃষ্ট কল্পনায় শিউরে দিতে চাই।
তোমার ছায়া ঘেঁষে না হউক,মন ঘেঁষে থাকতে চাই।
তুমি প্রাক্তন হও আপত্তি নেই,
তোমার প্রাপ্য ভালবাসার ভাগ আর কারো নাই