সে  আমার ভুঁড়িওয়ালা স্বামী  
আমায় কখনো কাঁদতে দেয় নি।
তবে রাগিয়েছে অনেক,
আমি বলতাম কালো ভুঁড়ি আমাদের ভাতের হাঁড়ির মতন-ই...


বড় লোকের একমাত্র মেয়ে আমি,
সবার আদরে করতাম কত বাদরামি!
কত ছেলেই পাগল ছিল আমার জন্য,
কত ছেলে তো নাচাইতে ও রাখি নি বাকী।
স্বপ্ন দেখতাম আসবে নিতে আমায়,
সালমান, শাহরুখ অথবা বিরাট কোহলি।
কিন্তু প্রস্তুত হলো কল্পনার অতীত ভয়াল সেই বিয়ের পিঁড়ি।
বসল এসে কুৎসিত বর, নিয়ে তার বিশাল ভুঁড়ি।
সে আমার ভুঁড়িওয়ালা স্বামী,
সেদিন কম কাঁদি নি আমি,
এক মাস ফিরে ও তাকাই নি-
ঘরে উনুন ছিল বন্ধ,হয়েছে অনেক জিনিসের মুখাগ্নি
তাও সে আমায় ভালবেসেছে অনেক খানি,
সে আমার ভুঁড়িওয়ালা স্বামী।


ধীরে ধীরে বুঝে গেছি আমি
কালো আর ধলো বাহিরে কেবল,
মনের সুন্দর সবচেয়ে দামী।
সে আমার ভুঁড়িওয়ালা স্বামী,
আমার ভালবাসার খনি।