প্লাবিত সমুদ্রের ঢেউয়ের ন্যায় হিংস্রতায় জর্জরিত সমাজে ধংসচক্রের রূপ-প্রবাহ চলমান আটলান্টিক ঝড়ের বেগে।আত্ব-চিৎকার করে আর্তনাদ জানায় হৃদয়ের প্রান্তে।আত্ব-কাঁদে মানবের তরে অমানবিকতার চিত্রের আকর্ষণ সয়তে না পেরে।


আত্ব-দহনে চারিদিকে বইছে ধংসের মেলা।অশান্তের মাঝে আত্বার নাহি বিচরণ।আত্ব কহে সদা -সাধনে যেন, সত্য-সাম্য ,স্বাধীনতার আহবানে ফুটে ওঠে মনুষ্যত্বের মালা।যাহা সমাজের বুকে শান্তির মালায় রূপান্তরিত হইবে।আত্ব-সাধনেই করিতে হবে - দহনের দমন।এ যুগের
নাটকিত ধংসময়ী
চিত্রবাণীসমূহ।


মুক্তির আলো খুলে দাও,
আত্ব-দহন ভেঙে দাও।


রচনাকাল -
রাত ৯ টা ২৫
২২ সেপ্টেম্বর,২০১৩
৭ আশ্বিন,১৪২০ ।