বৈশাখী


তুমি থাকলে জাগে মনে সৃষ্টির নেশা,
তুমি হলে আমার বৈশাখী, চলার পাথেয়
প্রাণের বহ্নিশিখা I
তোমার ঠোঁটের ছোঁয়ায়,
ভিজতো আমার আরষ্ঠ ঠোঁট
তোমার বাঁকা  লাজুক হাসি ছোঁয়ায়,
নিভতো মনের রোগ I
ব্যর্থ-ক্ষণে তোমাতে পেতাম মধুর সান্ত্বনা;
দুজনের চুমুকে ভিজতো যেন, একই চায়ের পেয়ালা I
জীবনটা হত প্রাণবন্ত উচ্ছল,
তুমি পাশে থাকলে I
অপেক্ষা হারাতো কখন তোমার,
ছোঁয়া-গন্ধ পাবো বলে I
মাঝে-মাঝে হারিয়ে যেতাম,
পাখি-পড়ানো বুলির মাঝে
চার খানি ঠোঁটের কথা ফুরোতো;
চোখে-চোখে কথা শুরু হলে I
শুনতো গল্প কান পেতে -
পাঁচ টাকার ক’টা বাদাম
মন বলতো পৃথিবীর ঘড়িটা,
একটু বুঝি থাম I
ইচ্ছা করে ট্রেন মিস করাতে -
ভালো লাগার দিনে I
তোমার আইসক্রিম আমায় আজ,
লাগাবে কে গায়ে-মুখে ?
কেড়ে নিল আমার থেকে I
তোমার মত পাশে কেউ থাকেনা  -
ক্রাচটা পড়ে গেলে I


হন্যে হয়ে খুঁজি তোমায়
চার-দেওয়ালের মাঝে !
আমার জীবনে আসুক বৈশাখী,
আসুক যেন বারে বারে I