বসন্ত এসেছে
                                                                                                                    
এলো বসন্ত, উল্লসিত নীলদিগন্ত,
প্রকৃতি যেন আজ বড়ই প্রাণবন্ত I
রাখালিয়ার বাঁশিতে আকাশ-বাতাস পুলকিত I
নূতনের খোঁজে চারিদিক মুখরিত I
মন যে অশান্ত , এলো রে আজ বসন্ত I


মহুয়ার গন্ধে মেতেছে ভ্রমর,
পাগল বাতাস করলো বিভোর I
কোকিলের কুহু রবে, কাটলো যে ঘোর;
হরবোলায় মাতলো মেদিনী, এলো নতুন ভোর I


ঝরিয়ে জীর্ণ পাতা,
নব পল্লবে সবুজ তরুশাখা I
সিঁদুর রঙে ঢেকেছে পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া,
যেন মেখেছে আবির, ধরণী শতরূপা I
পূর্ণিমার চাঁদ কাছে দিল ধরা I


কাকের দল বাঁধছে নতুন বাসা,
জেগেছে প্রেম, মনে নতুন আশা;
এলো রে ফাগুন, নাচলো আঙিনা –
উচ্ছ্বসিত প্রাণ মেলেছে ডানা I
এলো রে বসন্ত আজ, জাগালো প্রেরণা I