বৃহন্নলা
৯৮                                    ৩১/০৫/২০২০


না পুরুষ, না নারী
আমার পরিচিতি হাততালি I
আছে মমতা, নেই মাতৃত্ব
আছে পুরুষ, নেই পৌরুষত্ব
মানব সমাজে আমি ব্রাত্য I
বিধাতার ফন্দি, জিনের কারসাজি,
প্রতারিত হলাম আমি I
পেলাম না অস্তিত্বের স্বীকৃতি I
মানুষ নই, নই বিকলাঙ্গ,
কালের অমোঘ ধৃষ্টতায়
হলেম আমি ব্যাংঙ্গের অঙ্গ I
নেই কূল, নেই বংশ -
না আছে আমার নাড়ির সূত্র I
ছুঁড়ে দেয় কেউ ঘৃণাভরে কটাক্ষ
আশীষ আমার কারুর বা উপেক্ষিত I
জীবনে আছে প্রেম, আছে দুরাশার পূর্ণতা
সৃষ্টি দিল আমায় কামের হতাশা
না শিক্ষা, না সহায়তা
না রুজি-রুটির দিশা
করতালিই হল তাই জীবনধারণের পরিখা -
সবে যদি হয়, এ পৃথিবীর পঞ্চভূতের দাবিদার;
আমারও তো আছে শখ, আহ্লাদ;
পাব না কেন মাথা উঁচু করে,
আমার বাঁচার ন্যূনতম অধিকার I