দাঙ্গা


মাপছে দেখো মাপছে সব ; জ্বলছে আগুন , জ্বলছে ঘর ;
কাটছে মানুষ , মরছে লোক ; কে বা আপন , কে যে পর I
অভাব-অভিযোগের চোরাস্রোতে বাড়ছে ভারী ঘুষঘুষে জ্বর ;
ধর্ম যদি শিখণ্ডী সাজে , সুযোগ সন্ধানীর শাপে বর I


মন্দ কথা সোশ্যাল মিডিয়ায় , হ্যামিলটনের বাঁশি বাজায় ,
সুবিধাবাদীর পকেট ভারি ; তাতে , কার কি আসে যায় I
রক্ষাকবচ হাতের বোমা , রাম রহিম ঘর ছাড়া ;
ধর্মের নামে জিগির তুলে , রাজনীতি যত , নিচ্ছে ফায়দা I


মিথ্যে হলো রবি-নজরুল , এক ঢিলেতেই দিশেহারা ভীমরুল ;
ভুগছে মানুষ , করেছে  ভুল , নগ্ন ইতিহাস আজ চক্ষুশূল I
ধর্মের কল বাতাসে নড়ে , চাপা ইতিহাস রাখালদাসের খোঁজে -
রক্তপাত গান্ধীর পাদদেশে, দীক্ষা সে কোন ধর্ম মতে ?


‘অন্ন চাই , প্রাণ চাই’ , চাই যে অনেক কিছু ;
প্রয়োজনগুলো স্বপ্নে বিভোর , খুলবে কবে জ্ঞানচক্ষু ;
উস্কানির সুড়সুড়িতে ধর্ম নেয় অধর্মের পিছু I
এক প্যাকেট বিরিয়ানি পেলে , আগুন লাগায় বুভুক্ষু !


( সবার উপরে মানুষ সত্য I প্রাসঙ্গিক বিষয়টি বিতর্কিত I নিজের মতামত প্রকাশ করেছি মাত্র I এ ব্যাপারে কারোর ভাবাবেগ আহত হলে ক্ষমাপ্রার্থী I )