ধর্ম  


হে ঈশ্বর ! তুমি আছো কোথায় ?
মন্দির মসজিদ না গির্জায় ?
প্রভেদের বীজ পুঁতেছিল কে ?
আদম-ইভের রক্তে -
বিভেদের ছাপ দিয়েছিলো কেউ ,
ভূমিষ্ঠ শিশুর জন্মলগ্নে ?


তোমায় নিয়ে কেন হানাহানি , কেন রক্তক্ষয় এত দম্ভ ,
তোমাকে টিকিয়ে রাখার আকাশচুম্বী স্তম্ভ ,
ধর্মের নামে ছড়িয়েছে ওরা বারুদের গন্ধ -
হে ঈশ্বর ! এতেই কি তুমি তৃপ্ত !


মানুষে-মানুষে আনলো কে ফারাক ,
খ্রীস্টান , হিন্দু না মুসলমান ?
মানুষের বিরুদ্ধে মানুষই ডেকেছে ফরমান ,
তোমার নামে সব পক্ষই আজ যুযুধান I


তুমি তো আটকে নেই অন্ধবিশ্বাস, কুসংস্কারের ফাঁসে ! -
স্বার্থসিদ্ধি হয় নাতো , তোমার নাম ভাঙিয়ে I
তোমার দেখা পাই অহিংসার পথ চেয়ে  -
দেখা পাই তোমার মানুষেরে ভালোবেসে ,
দেখা পাই ওদের দুর্দিনে পাশে থেকে , সেবা করে I
মনুষ্য ধর্ম আমার , ধারণ করেছি আমি -
মানুষের মাঝেই দেখি আমার ভগবান তুমি ,
ফিরবে তবে পৃথিবী জুড়ে সুখ-শান্তি I