হাতে খড়ি


৪০                                                                    ১৮/০৪/২০২০


জানতাম না, প্রেমের কি মানে -
শিখিনি কখনো কাগজে-কলমে;
বুঝতাম না সে কেমন
দেখা দিতে সে; এসেছিল, কারণ I


জেনেছিলাম বিদায় বেলায়
কোন সে ইশারায় -
নিঃসঙ্গ, উপলব্ধি, একাকী
খেয়াল স্রোতের প্রথম কাণ্ডারী I


অবকাশে দিয়েছিলে ধরা,
আমার গৃহকোণে ;
পরিচিতি হল মনের আঁধারে I


চাঁপা, মল্লিকা আর কি যেন জংলি ঘাসফুল,
বিস্ময়ে হয়েছিলে অনন্ত আকুল;
মেঠো পথের ধারে চেয়ে, হয়েছিলে মোহিত -
ভেবেছিলাম ? এ মন কেন হবে অসংযত ?


গিয়েছিলে হারিয়ে, যেদিন মেলায়
ফেরার পথ জেনেও, তোমারই প্রতীক্ষায়
নাম উঠেছিল তোমার,- ‘ঘোষণায়’ !
ভরেছিল মন, কেন এত অস্থিরতায় ?


হেসেছিলাম দুজনে প্রাণ খুলে -
পাট ক্ষেত দেখে বুনোঘাস বলে !
বরষার অঝোরে বিষ্টুদের উঠোনে,
ইট টপকানোর খেলায় মেতেছিলে তুমি,
ঝড় আসবে মনে, সে তো  বুঝনি  !


বিকেল হলে নারকেল, তালের সারি
খেলায় মাতি লুকোচুরি আর ছোঁয়াছুঁয়ি,
কখন যে ছুঁয়েছি, তোমার কোমর,
অজান্তে সে ছোঁয়া, ছুঁয়েছে আমার প্রাণ-ভ্রমর I


সন্ধ্যে হলে গানের খেলায় বিভোর,
অবাক হয়ে দেখেছি তোমায় গাইতে I
সে গান ফেলেছে প্রলেপ, কর্ণকুহরে I


খড়ের গাদায় শুয়ে,
আকাশের তারা গুনতে গুনতে -
বলেছিলে, কবে আবার দেখা হবে  !! –


বিদায় বেলায় অংকুর বুনে গেলে
পথ চেয়ে বসে থাকি, তারই অবকাশে I