হাতিয়ার


তোমরা মানুষ, তোমরা কর্মী, তোমরা শ্রমিক I
তোমরা দেশ গড়ার সৈনিক I
তোমরা পিপীলিকা সম দলে দলে পরিযায়ী I
তোমরা পোষক, অন্নদাতা শ্রেষ্ঠ প্রাণী I


তোমরা কাজ করো ক্ষেতে, মাঠে, ঘাটে, প্রান্তরে –
তোমরা কাজ করো শহরে, নগরে, দেশ হতে দেশান্তরে I
তোমরা যুগ-যুগান্তরে চির আদিম লগ্ন I
তোমরা ছাড়া এ সভ্যতা কুৎসিত, অবিকশিত, নগ্ন I


তোমাদের হাত সূক্ষ্ম, সৌখিন স্ফটিক-সম
তোমরা শিল্পী, স্থপতি, উদ্ভাবনী I
তোমাদের হাত বজ্রকঠিন, দৃঢ়, লৌহ-সম;
তোমরা যন্ত্রী, মিস্ত্রি, নিত্যপ্রয়োজনী I


চিরকাল তোমরা অবহেলিত, নির্যাতিত, শোষিত;
তবু তোমরা দুর্বার, চঞ্চল, দুরন্ত-অপ্রতিহত I
সাম্রাজ্যবাদের ভ্রুকুটি যুগে-যুগে হয়েছে;
পরিবর্তিত, স্তিমিত, ভূলুণ্ঠিত I
তোমরা চির, নির্বিকার, অনাদি, উন্নত I
করে চলেছ বিশাল কর্মযজ্ঞ I
তোমায় ছাড়া রুদ্ধ; পৃথিবীর রথ চক্র I