জনদরদী !


তোমরা চেয়েছ বানাতে আমায় উন্নয়নের কাণ্ডারী –
তোমরা চেয়েছ বানাতে আমায় মেকি জনদরদী ;
বুঝেও, বোঝনি আমার ভেদাভেদের অভিসন্ধি ;
মিষ্টি মুখে করে যাই আমি সীমাহীন দুর্নীতি -
তোমরা চেয়েছ বানাতে আমায় নেতা-নেত্রী I


তোমরা যে সব অল্পতেই খুশি !
খড়ের চালটা টালির হলে মন্দ কি !
কেউ খুশি গাঁয়ের মেঠো রাস্তাটা কোনমতে পাকা হলে –
কেউ খুশি কোনরকমে একটা চাকরি পেলে I
কেউ বা খুশি দু'বেলা দু'মুঠো অন্নে –
কেউ খুশি হাসপাতালের বেডে ;
এক টুকরো মাছ কুকুর-বিড়ালের সঙ্গে ভাগ করে খেতে -
কেউ খুশি জীবনের একটা বৈতরণী পার হলে ,
আমি তো চাই সমুদ্রের ওপারে যেতে এই পাঁচ বছরে I


তোমরা দেখিয়েছো আলিবাবার গোপণ কুঠুরি -
হয়ে গেছি আমি ভোগবিলাসী -
উচ্চশিক্ষিত ,মধ্য শিক্ষিত, অর্ধ শিক্ষিত, অশিক্ষিত ;
আমারই মুখে দিয়েছো, বোকা বানানোর জন্তর-মন্তরের বুলি I
কোন বাধা পেলেই পুঁতে দিয়েছি খুলি ,
তোমরা যে বড় অল্পতেই খুশি !
একেই তোমরা বলো হে , ‘রাজনীতি’ !